সুনামগঞ্জ জেলা,দোয়ারাবাজার উপজেলার,পান্ডারগাঁও ইউনিয়নের আফছরনগর (ডালারপার) মরহুম হাজী মনির উদ্দিন এর একমাত্র পুত্র তরুন সমাজ সেবক সৌদি আরব প্রবাসী হাজী তাজ উদ্দিনএর অর্থায়নে অসহায় বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
তিনি প্রবাসজীবনে থাকারপরেও দেশের অসহায় মানুষের কথা ভুলেন নাই।
সবসময় দুঃস্থ অসহায় মানুষের থাকার চেষ্ঠা করে আসছেন।
বিতরনে গ্রামের বিশিষ্ট মুরুব্বী সাবেক মতওয়াল্লি মছলম আলী, শ্রীপুর বাজার পান্ডারগাওঁ জামে মসজিদের মতওয়াল্লি মাষ্টার কামাল উদ্দিন,আব্দুল খালিক,মসজিদের ইমাম নেছার আহমদ,সার্বিক সহযোগিতায় রিয়াজ উদ্দিন,মোশাহিদ আলী মামুন,আছাব আলী,মোশারফ হোসেন,ফয়সল আহমদ,সদরুল আমিন সহ গ্রামের যুব সমাজ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবং
উনার ত্রান কার্য ধারাবাহীক ভাবে অব্যাহত থাকার আশ্বাস দেন।
তিনি প্রবাসজীবনে থাকারপরেও দেশের অসহায় মানুষের কথা ভুলেন নাই।
সবসময় দুঃস্থ অসহায় মানুষের থাকার চেষ্ঠা করে আসছেন।
বিতরনে গ্রামের বিশিষ্ট মুরুব্বী সাবেক মতওয়াল্লি মছলম আলী, শ্রীপুর বাজার পান্ডারগাওঁ জামে মসজিদের মতওয়াল্লি মাষ্টার কামাল উদ্দিন,আব্দুল খালিক,মসজিদের ইমাম নেছার আহমদ,সার্বিক সহযোগিতায় রিয়াজ উদ্দিন,মোশাহিদ আলী মামুন,আছাব আলী,মোশারফ হোসেন,ফয়সল আহমদ,সদরুল আমিন সহ গ্রামের যুব সমাজ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবং
উনার ত্রান কার্য ধারাবাহীক ভাবে অব্যাহত থাকার আশ্বাস দেন।