চলমান করোনা ভাইরাসের কারনে হাজার হাজার কর্মহিন দিনমজুরদের কথা চিন্তা করে সরকার কর্তৃক বরাদ্দের জিআর চাউল সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের ৪৫০ পরিবারকে ১-৯ নং ওয়ার্ড সদস্যসদের তালিকা অনুযায়ী হতদরিদ্র ও দিনমজুরদের মাজে প্রতিজনকে ১০কেজি করে চাল ও ২কেজি আলু বিতরন করা হয়।বিতরন কালে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়রম্যান ফারুক আহমদ,ওয়ার্ড সদস্য ও সদস্যা গন ইউনিয়নের দায়িত্বে ট্যাক অফিসার রিপন চন্দ্র দাশ,পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদুওয়ানুর হমান। প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক বিতরন কাজ সম্পন্ন করেন।
Author: Fahim Ahmed
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)